Fri. Apr 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

২৫মে খোলা বাজার অনলাইন ডেস্ক : সম্প্রতি দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ নির্বাচন কমিশন এর মধ্যে একটি চুক্তিপত্র সম্পাদিত হয়। এই চুক্তিপত্রের আওতায় প্রিমিয়ার ব্যাংকের গ্রাহকগন জাতীয় পরিচয়পত্রের নতুন ও নবায়ন, হারানো বা নষ্ট হওয়ার কারনে নতুন জাতীয় পরিচয়পত্র প্রাপ্তি, জাতীয় পরিচয়পত্র সংশোধন এবং তথ্য উপাত্ত সংশোধন বাবদ ফি প্রিমিয়ার ব্যাংকের যেকোন শাখায় এবং অনলাইনে জমা প্রদান করতে পারবেন। চুক্তিপত্রটি বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ে স্বাক্ষরিত হয়।

দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন চৌধুরী ও বাংলাদেশ নির্বাচন কমিশনের পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আজিজুল ইসলাম, বাংলাদেশ নির্বাচন কমিশনের মহাপরিচালক এ কে এম হুমায়ন কবীরের উপস্থিতিতে স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এছাড়া সেখানে উভয় প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।