Sun. May 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

অনলাইন ডেস্ক,দৈনিক খোলা বাজারঃ শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর নির্বাহী কমিটির ৮৫৪ তম সভা সম্প্রতি ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে যথাযথ স্বাস্থ্যবিধিএবংসামাজিক দূরত্ব বজায় রেখেঅনুষ্ঠিত হয়। সভায়সভাপতিত্ব করেনব্যাংকেরনির্বাহীকমিটির চেয়ারম্যানজনাবআক্কাচউদ্দিন মোল্লা। সভায়বিভিন্নখাতে অর্থায়নএবংব্যাংকিংসম্পর্কিতবিষয়াবলীনিয়েআলোচনাকরা হয়। সভায়অন্যান্যদেরমধ্যে ব্যাংকেরনির্বাহীকমিটিরভাইস-চেয়ারম্যানজনাবফকির আখতারুজ্জামান, পরিচালক ও কমিটিরসদস্যবৃন্দ ড. আনোয়ার হোসেনখান, এমপি; জনাব মোঃসানাউল্লাহসাহিদ, জনাবমহিউদ্দিনআহমেদ, জনাব খন্দকারশাকিবআহমেদ এবংইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুররহমানউপস্থিত ছিলেন। উক্ত সভায়বিশেষআমন্ত্রিতঅতিথি হিসেবেব্যাংকেরপরিচালক পর্ষদের চেয়ারম্যানজনাব মোহাম্মদ ইউনুছ ও পরিচালক পর্ষদেরভাইস-চেয়ারম্যানজনাবআব্দুলকরিম (নাজিম)উপস্থিত ছিলেন।এছাড়াওব্যাংকেরব্যবস্থাপনাপরিচালক ও সিইওজনাব মোসলেহউদ্দীনআহমেদ এবং কোম্পানিসচিবজনাব মোঃআবুলবাশারউপস্থিত ছিলেন।