৩১মে খোলা বাজার অনলাইন ডেস্ক : পিরোজপুরের শংকরপাশা নিবাসী মরহুম মাজহার উদ্দীন মল্লিকের বড় ছেলে শাহজাহান পান্না মল্লিক (৭০) গতকাল সকাল ৮:৪৫ মিনিটে হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন) তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর -১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও আল্লামা সাঈদী ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মুহতারাম শামীম বিন সাঈদী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে মরহুমের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
পান্না মল্লিক পিরোজপুর সদর উপজেলার বিএনপি সভাপতি মহিউদ্দিন মল্লিক নাসিরের বড় ভাই । চালনা ঈদগাহ মাঠে আজ বুধবার আছর নামাজ বাদ তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় বিকেল ছয়টায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয় । পেশাগত জীবনে তিনি একজন ব্যবসায়ী ছিলেন তবে তিনি সামাজিক এবং মনব কল্যান কাজে নিজেকে নিয়োজিত করেছিলেন । পিতার নামে মোজহার উদ্দীন মল্লিক উচ্চ বিদ্যালয়ের সাথে সম্পৃক্ত ছিলেন । মৃত্যু কালে তিনি স্ত্রী ৩ ছেলে এবং ৭ নাতি নাতনী রেখে গেছেন ।
শামীম সাঈদী শাহজাহান পান্না মল্লিক এর রুহের মাগফিরাত কামনা করেন । মহান আল্লাহ কাছে শোক সন্তোপ্ত পরিবারকে ধৈর্য ধরার তাওফিক দান করুন এবং মরহুমকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে নিন, আমিন ।