০১জুন খোলা বাজার অনলাইন ডেস্ক : ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বালাসীঘাট থেকে দেওয়ানগঞ্জ বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত নৌ-চলাচল শুরু। এখন নিয়ম করে দিনে চার বার নৌ-চলাচল চলছে। ফলে মানুষ কে আর কষ্ট করে দীর্ঘ বালুময় পথ হেঁটে হেঁটে গন্তব্যস্হলে পৌঁছাতে ভোগান্তির শিকার হতে হচ্ছে না ৷ পানি বৃদ্ধি পাওয়ায় ঘাটের কাছে-ই রাস্তা থেকে দেওয়ানগঞ্জ বাহাদুরাবাদ ঘাটের উদ্দেশ্যে নিয়মিত সময়ে চলছে যাত্রীবাহি নৌকা। এতে করে নানা রকম ভোগান্তি ছাড়াই যাত্রীরা মালামাল সহ খুব সহজেই নৌ পথে চলাচল করতে পাচ্ছে।
নদীর নাব্যতা সংকটের কারণে দীর্ঘ কয়েকমাস ব্রহ্মপুত্র নদীর শাখা নদীতে পানি না থাকায় দীর্ঘ বালুচর পথ হেঁটে বা ঘোড়ার গাড়িতে চড়ে পানি পূর্ণ অঞ্চলে গিয়ে লঞ্চ বা নৌকায় উঠে যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছাতে হতো। এতে করে যাত্রীদের যেমন কষ্ট হতো ঠিক তার সাথে অতিরিক্ত অর্থ ও সময় ব্যয় হত। বর্তমানে গত তিন সপ্তাহ যাবত নদীর পানি বেড়ে নদী কিছুটা নাব্যতা ফিরে পাওয়ায় বালাসীঘাট নদীপাড়ের রাস্তা হতে নৌকাযোগে মানুষ তাদের গন্তব্যস্থলে যেতে পাচ্ছে। এতে করে মানুষ কষ্ট ও নানা ভোগান্তির হাত থেকে রক্ষা পেয়েছে।
বর্তমান সময় নৌ-চলাচল করলেও যথার্থ পানি স্বল্পতার কারনে বালাসীঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ থাকায় বর্ষা মৌসুমেও যাত্রীদের কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে । লঞ্চ ও নৌকা ইজারাদার মালিক কর্তৃপক্ষের মতে কিছু দিনের মধ্যে নদীর পানি বেড়ে গেলে লঞ্চ চলাচল আবারও শুরু হবে।
জামালপুর জেলার এক যাত্রী বলেন- কিছুদিন আগে নদী তে পানি না থাকায় নৌকা চলাচল বন্ধ ছিল তখন পায়ে হেঁটে দীর্ঘ বালুচর পথ পারি দিয়ে পানি পূর্ণ নদীর অংশে এসে নৌকা কিংবা লঞ্চে উঠে আসতে হত জামালপুর। এতে করে আমাদের খুব কষ্ট হত।
জামালপুর জেলার উদ্দেশ্যে সুন্দরগঞ্জ উপজেলার এক নৌ-যাত্রী বলেন- গত বছর নদী পানি পূর্ণ ছিল তাই লঞ্চে গিয়েছিলাম। এবছর পর্যাপ্ত পানি না থাকায় লঞ্চ আর যাচ্ছে না তাই নৌকাতে যেতে হচ্ছে।
বাসালীঘাট এলাকার স্হানীয় এক ব্যক্তি বলেন, যদি নদী খনন কাজ করা হতো তাহলে আমরা লঞ্চ সেবা সারা বছরেই পেতাম।
বালাসীঘাট নৌকা ও লঞ্চ ইজারাদার পাপুল সরকার বলেন,- কিছুদিন পূর্বেও নদীতে কাঙ্ক্ষিত পরিমাণ পানি ছিল না, হটাৎ করে পানি বৃদ্ধি পাওয়ায় পানি এখন ঘাটের কাছে এসে পৌঁছেছে। এখন আমরা পূর্ণাঙ্গভাবে ঘাটের মেইন পয়েন্টে চলে এসেছি। আশাকরছি কয়েকদিনের মধ্যে লঞ্চ চলাচল শুরু হবে। এখন সকাল ১০টায়, ১২টায়, দুপুর ২:৩০ মিনিট ও বিকেল ৪ টায় নিয়মিত চার বার নৌকা চলাচল করছে ৷ যাত্রীদের কাঙ্ক্ষিত সেবা ও নিরাপত্তার স্বার্থে নৌকায় লাইফ জ্যাকেট, বয়া ও পলিথিন রেখেছি। যাত্রীরা নির্ভয়ে অত্যান্ত আনন্দের সহিত যাতায়াত করতে পারবে।