Fri. Apr 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

০৪জুন খোলাবাজার অনলাইন ডেস্ক : রাজধানীর গুলশান-তেজগাঁও লিংক রোডে (বীরউত্তম মীর শওকত আলী সড়ক) নাসা গ্রুপের প্রধান কার্যালয় সংলগ্ন এলাকায় এক্সিম ব্যাংকের ৬৬তম উপশাখার উদ্বোধন করা হয়েছে। গত (জুন ০১, ২০২৩) এক্সিম ব্যাংকের হেড অফিস কর্পোরেট শাখার অধীনে পরিচালিত এই উপশাখাটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদার এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য লে. কর্নেল অব. সিরাজুল ইসলাম বীরপ্রতীক (বার), নাসা গ্রুপের ভাইস চেয়ারম্যান খন্দকার সাইফুল আলম, নাসা গ্রুপের উপদেষ্টা ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ হুমায়ূন কবির, শাহ্ মোঃ আব্দুল বারী, উপব্যবস্থাপনা পরিচালক মোহাঃ জসিম উদ্দীন ভূঞা ও মাকসুদা খানমসহ এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।