Fri. Apr 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

অনলাইন ডেস্কঃ আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে০৫জুন ২০২৩ তারিখে পাবনা জেলার আট ঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নে শিবপুর এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান জেহাদ অনলাইন মাধ্যমে উক্ত আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময়ব্যাংকেরউপ-ব্যবস্থাপনাপরিচালকসামিকরিম, প্রধানকার্যালয়েরভিপি ও মার্কেটিংডিভিশনেরপ্রধানইমতিয়াজআহমেদসিদ্দিকী, এসএভিপি ও এজেন্ট ব্যাংকিংডিভিশনেরবিভাগীয়প্রধান এ, কে, এম নূরুলআফসার, শিবপুরএজেন্ট আউটলেটের স্বত্ত্বাধীকারী মো: আলাউদ্দিনও প্রধানকার্যালয়েরবিভাগীয়প্রধান, শাখাব্যবস্থাপক, ব্যাংকেরবিভিন্ন স্তরেরকর্মকর্তাসহআমন্ত্রিত সম্মানীতঅতিথি ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।
অত্যাধুনিক প্রযুক্তি ও বিশ^স্তব্যাংকিং সেবারমাধ্যমে গ্লোবালইসলামীব্যাংকদেশব্যাপীস্বকীয়তাবজায় রেখেঅত্যন্ত দ্রুততার সাথে শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিংআউটলেটসম্প্রসারণকরবেবলেঅনুষ্ঠানেআশাবাদ ব্যক্ত করা হয়।