০৭জুন খোলাবাজার অনলাইন ডেস্ক : সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটালস লিমিটেড, কলকাতা, ভারত- এর মধ্যে ৭ জুন একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান ও এ্যাপোলো হাসপাতাল (ইস্টার্ন রিজিয়ন) এর সিইও রানা দাসগুপ্তা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।
এসময় অন্যান্যের মধ্যে ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ, কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, এ্যাপোলো হাসপাতালের মার্কেটিং ম্যানেজার এম এম মাসুমুজ্জামান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এই চুক্তির ফলে সোশ্যাল ইসলামী ব্যাংকের কার্ডহোল্ডাররা এ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটালস লিমিটেড, কলকাতা এর বিভিন্ন সেবায় ১৫%-৩০% পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা, বিমানবন্দরে পিক এন্ড ড্রপ এবং এ্যাম্বুলেন্স সহ নানাবিধ সুবিধা পাবেন।