১০জুন খোলাবাজার অনলাইন ডেস্ক :সুনান বিন মাহাবুব, পটুয়াখালীঃ পটুয়াখালীর গলাচিপায় মারুফা আক্তার নামে এক শিক্ষার্থীকে ধর্ষনের পর আত্মহত্যার প্ররোচনাকারী কামাল হোসেন এর ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে পরিবার ও এলাকাবাসী। আজ শনিবার বিকেলে গলাচিপার চিকনিকান্দি ইউনিয়ন পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানবন্ধনে বক্তারা বলেন, মারুফা বাঁশবাড়ি মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেছেন। বিদ্যালয় যাওয়া আসার সময় কামাল মারুফাকে প্রায়ই কুপ্রস্তাব দিয়ে আসছিলো। গত ১ জুন রাত সাড়ে আটটায় মারুফা তার নিজ বাড়ির বাগানের পিছনে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা কামাল তাকে জোর পূর্বক ধর্ষন করে। পরে বিষয়টি জানাজানি হলে গত ৪ জুন মারুফা তার নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দেয়। তাৎক্ষনিক তাকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল সেবাচিম হাসপাতালে নিয়ে গেলে ৯ জুন শুক্রবার হাসপাতালেই মারুফার মৃত্যু হয়।
এ ব্যাপারে গলাচিপা থানা থেকে জানানো হয়েছে, শিক্ষার্থী মারুফাকে ধর্ষনের পর আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত কামাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।