১০জুন খোলাবাজার অনলাইন ডেস্ক : সুনান বিন মাহাবুব, পটুয়াখালীঃ পটুয়াখালীর দুমকিতে হালিমা আক্তার মিম আক্তার (২০) নামের এক গৃহবধুর হাত পা বেধে গায়ে আগুন দেয়ায় গৃহবধুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
এর আগে বৃহস্পতিবার স্থানীয়রা জানিয়েছে, দুমকি সাতানী গ্রামের বাসিন্দা প্রিন্স ও হালিমা আক্তার মিম দম্পতি চলতি মাসের ২জুন তারিখে শাহজাহান দারোগার ভাড়াটে বাসায় বসবাস করছিল। দুপুরের খাবার খেয়ে সবাই যে যার বাসায় বিশ্রাম করছিল। এ সময় বোরখা পড়া দুইজন মুখোশধারী হঠাৎ বাসায় ঢুকে গৃহবধু হালিমা আক্তার মীমের হাত পা বেধে গায়ে আগুন ধরিয়ে বাইরে থেকে সিটকানী বন্ধ করে পালিয়ে যায়।
শুক্রবার রাতে নিহতের স্বামী মো: জামাল হোসেন প্রিন্স তার স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তারা এখনও দূবৃর্ত্তের নাম পরিচয় জানতে পারেনি।
দুমকি থানার ওসি তদন্ত মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।