Thu. Apr 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


১৩জুন খোলাবাজার অনলাইন ডেস্ক : সুনান বিন মাহাবুব, পটুয়াখালীঃ পটুয়াখালীর দুমকির নতুন বাজার এলাকায় গায়ে কেরোসিন দিয়ে পুড়িয়ে গৃহবধু হালিমা আক্তার মীমকে হত্যার ঘটনায় তার ভগ্নিপতি আরিফ সিকদারকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আরিফ সিকদার দুমকি উপজেলার কার্তিকপাশা গ্রামের হামেদ সিকদারের ছেলে।
আজ মঙ্গলবার (১৩ জুন) সকালে পুলিশ সুপারের সম্মলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার বলেন, আগুন লাগানোর সব পরিকল্পনা ছিল মীমের। সে তার শশুর শাশুড়ীকে ফাঁসানোর জন্য খবর দিয়ে আগুন লাগানোর একটি নাটক সাজাতে চেয়েছিল। কিন্তু নাটক সাজাতে গিয়ে তার শরীরে আগুন লেগে দূর্ঘটনার স্বীকার হন। দুমকি মহাসড়কের সিসিটিভি ফুটেজে এই ব্যক্তির গতিবিধি অস্বাভাবিক দেখে তদন্ত করে রোববার (১৩ জুন) রাতে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে আরিফ সিকদারকে গ্রেফতার করা হয়। মীমের সাথে তার প্রায়ই মোবাইলে কথা হতো। পরিকল্পনা করে মীম ঢাকা থেকে আরিফ সিকদারকে দুমকি ডেকে আনেন এবং এমন ঘটনা ঘটিয়েছে।
পুলিশ সুপার আরও জানান, এ ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কিনা সে বিষয় ক্ষতিয়ে দেখা হচ্ছে।