Fri. Apr 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
১৩জুন খোলাবাজার অনলাইন ডেস্ক : আব্দুল আউয়াল, বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর এক ছাত্রী গণধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে মামলার নং ৬।
মামলার বাদী ও সরেজমিনে গেলে জানা যায়,  উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শাখারিয়া গ্রামের প্রবাসী শহিদের স্ত্রী রুবিনা আকতার ছবির (৩৮) সাথে পাশ্ববর্তী বসবাসকারী খোকন বেপারির স্ত্রী নার্গিস বেগমের সুসম্পর্ক থাকায় ১১ জুন রবিবার রাত সারে দশটার দিকে তিনি বাসায় একা দাবি করে নার্গিস বেগমের মেয়ে দশম শ্রেনীর ছাত্রী ঝর্ণাকে (ছদ্মনাম) তার সাথে ঘুমানোর জন্য অনুরোধ করে বিভিন্ন ভাবে ফুসলিয়ে তার বাড়িতে নিয়ে যায়।পরবর্তীতে রাত ১২ টার দিকে রুবিনা আক্তার ছবি মেয়েটিকে মিথ্যা বানোয়াট কথা বলে ঘর থেকে বাহির করে একই গ্রামের জলিল হাওলাদারের পূত্র সোহাগ(২৩) ও সায়েদ মোল্লার পুত্র মেহেদীর(২৭) হাতে তুলে দেয়। মেয়েটি ভয়ে ডাক চিৎকার দিতে গেলে মেয়েটির সাথে থাকা ওড়না দিয়ে মুখ বেধে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে পাশেই পরিত্যক্ত একটি বসত ঘরে নিয়ে পালাক্রমে  ধর্ষণ করে ভিডিও ধারণ করে। জানাগেছে ঐ পরিত্যক্ত ঘরের মালিক জাকির হোসেন সেনাবাহিনীতে চাকরি করে সেখানেই পরিবার নিয়ে থাকেন। গ্রামের ঘর সম্পত্তি দেখাশোনার জন্য গত ৩ বছর আগে একই গ্রামের ইয়াছিন নামের এক যুবককে দায়িত্ব দেন। রুবিনা আক্তার ছবি ও ইয়াছিন ধর্ষকদের সহযোগিতা করে গরীব অসহায় মেয়েটির এমন সর্বনাশ করায় এলাকা জুড়ে তোলপাড় চলছে। তারা ধর্ষকদের সহোযোগিতাকারী ও ধর্ষকদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এবিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি এস এম মাসুদ আলম চৌধুরী জানান, অভিযোগ পাওয়ার পরে সরেজমিনে তদন্ত করে মামলা দায়ের এবং মেয়েটিকে বরিশাল শেবাচিম হাসপাতালে ওসিসিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।