
১৩জুন খোলাবাজার অনলাইন ডেস্ক : আব্দুল আউয়াল, বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় জমি সংক্রান্ত বিরোধে পৌরসভার ১নং ওয়ার্ডে মৃত হুমায়ুন কবির সেলিমের স্ত্রী নাসরিন সুলতানা(৪০) প্রতিপক্ষের হামলায় আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এ বিষয়ে আহত নাসরিন সুলতানার ছোট বোন বিথী সুলতানা বাদি হয়ে বানারীপাড়া থানায় মো.জাহিদ চম্পা, মোঃ ইউনুস, মোঃ সুলতান, মোঃ শাহ আলম,জমিদার,মোঃ মিন্টু ও হাসিনা বেগমকে আসামি করে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
জানাগেছে, দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এরই ধারাবাহিকতায় ১২ জুন সোমবার সকালে নাসরিন সুলতানার পানির টাংকি ও বাথরুম বিবাদীরা নিজেদের জমির ওপর দাবি করে ভাংচুর করে। এতে বাঁধা দেয় নাসরিন সুলতানা পরে তাদের সাথে বাকবিতন্ডায় হয় পরবর্তীতে বিবাদীদের এলোপাতাড়ি কিল-ঘুষিতে আহত হন নাসরিন সুলতানা। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।এবিষয়ে বানারীপাড়া থানার উপ-পরিদর্শক অপূর্ব চন্দ্র দাস জানান, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।