Fri. Apr 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

১৫জুন খোলাবাজার অনলাইন ডেস্ক : একশনএইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ সোসাইটি (এএআইবিএস)-এর ১১তম বার্ষিক সাধারন সভা সম্প্রতি হাইব্রিড পদ্ধতিতে ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে র্নিবাহী ও সাধারণ পরিষদের সদস্যরা দেশের বিভিন্ন অঞ্চল ও প্রবাস থেকে যোগ দেন।
ব্যারিষ্টার মনজুর হাসান ওবিই- এর মেয়াদ শেষ হবার কারনে ইব্রাহিম খলিল আল-জায়াদ নতুন চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন। এছাড়া নতুন কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন এম নাসিমুল হাই, এফসিএস। উক্ত সভায় তাহমিদ সামিকে নতুন নির্বাহী বোর্ডের সদস্য এবং ফাহমিদা ওয়াহাবকে সাধারন পরিষদের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।বিদায়ী চেয়ারপার্সন মনজুর হাসান, ওবিই তার বক্তব্যে নবনির্বাচিত চেয়ারপার্সন, কোষাধ্যক্ষ এবং নির্বাহী ও সাধারণ পরিষদের সদস্যদের স্বাগত জানান। তিনি আস্থা প্রকাশ করেন যে নবনির্বাচিত সদস্যরা তাদের দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে প্রতিষ্ঠানের পরিচালনাকে জোরদার করবেন। তিনি ন্যায় ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় একশনএইড বাংলাদেশ-এর নেতৃত্বের প্রশংসা করেন। তিনি প্রান্তিক জনগোষ্ঠী, নারী ও যুবদের পক্ষে কাজ করার জন্য প্রতিষ্ঠানের প্রচেষ্টাকে অভিবাদন জানিয়ে রোহিঙ্গাদের উন্নয়নে এবং কোভিড-১৯ মহামারী চলাকালীন কাজের কথা উল্লেখ করেন।
মনজুর হাসান, ওবিই ২০১৭ সালের মে থেকে একশনএইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ সোসাইটি-এর বোর্ডের চেয়ারপার্সন হিসাবে দায়িত্ব পালন করেন। সংগঠন এবং বোর্ডের পরিচালনা জোরদারে তার গুরুত্বপূর্ণ ভ‚মিকার জন্য একশনএইড ব্যবস্থাপনা পর্ষদ, নির্বাহী পরিষদ এবং সাধারণ পরিষদের সদস্যরা তার আবদানকে স্বীকৃতি দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দৃঢ় দৃষ্টিসম্পন্ন ও প্রত্যয় ও সাহসী এক ব্যক্তিত্ব বলেও উল্লেখ করা হয় উক্ত সভায়। তার মেয়াদকালে, তিনি বোর্ড এবং পরিচালনা পর্ষদকে শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ন অবদান রেখেছেন বলে অভিমত প্রকাশ করেন বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যবৃন্দ।
সময় একশনএইড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর এবং একশনএইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ সোসাইটি এর এক্সিকিউটিভ ডিরেক্টর ও এক্স অফিসিও সেক্রেটারী ফারাহ কবির প্রতিষ্ঠানের মধ্যে শক্তিশালী পরিচালনা ব্যবস্থা ও জবাবদিহিতা বৃদ্ধিতে নির্বাহী পরিষদ এবং সাধারণ পরিষদ সদস্যদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি পরিচালনা পর্ষদের পক্ষ থেকে নবনির্বাচিত সদস্যদের স্বাগত জানান যারা আগামী দিনে প্রতিষ্ঠানকে নেতৃত্ব প্রদান করবে।
সাধারন পরিষদের সদস্যরা বার্ষিক সাধারন সভা চলাকালীন বার্ষিক অডিট রিপোর্ট-২০২২ অনুমোদন করেন। তারা প্রতিষ্ঠানের জন্য ২০২৩ সালের প্রধান নিরীক্ষকও নিযুক্ত করেন। গত বছরের প্রধান কর্মকান্ড ও অর্জন নিয়েও সভায় আলোচনা হয় । পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রতিশ্রুতি নিয়ে সভার সমাপ্তি হয়।