Fri. Apr 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

২৩জুন খোলাবাজার অনলাইন ডেস্ক : আজ (২৩ জুন, ২০২৩) শিক্ষা উপকরণের দাম কমানো, শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২৫ ভাগ বরাদ্দ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫% ট্যাক্স বাতিল করে, শিক্ষাব্যয় সংকোচনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ছাত্র সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে এসে মিছিল শেষ হয়।

সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সভাপতি দীপক শীলের সভাপতিত্বে ও সহকারী সাধারণ সম্পাদক প্রিতম ফকিরের সঞ্চালণায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক রেজোয়ান হক মুক্ত, সহকারী সাধারণ সম্পাদক লাভলী হক, ঢাকা মহানগর সংসদের সভাপতি শাহরিয়ার ইব্রাহিম মিমো, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক শাওন বিশ্বাস , মানিকগঞ্জ জেলা সংসদের সভাপতি রাসেল আহম্মেদসহ প্রমুখ।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সভাপতি দীপক শীল প্রস্তাবিত বাজেট প্রত্যাখান করে বলেন, “আমরা বারবার বলে এসেছি শিক্ষাখাতে জাতীয় আয়ের আট শতাংশ এবং মোট বাজেটের ২৫ শতাংশ বরাদ্দ দিতে হবে। কিন্তু শিক্ষাখাতের সাথে সামরিক ও তথ্য-প্রযুক্তি খাতকে যুক্ত করা হয়েছে। এই সরকার দিন দিন শিক্ষা উপকরণের দাম বাড়াচ্ছে৷ যখন আরও বেশি শিক্ষার্থীকে শিক্ষায় অন্তর্ভুক্ত করার জন্য আরও প্রণোদনা দেওয়ার কথা ছিল, তখন খাতা-কলম কেনার সামর্থ্যটুকুও এই সরকার কেড়ে নিচ্ছে। সব শিক্ষাসামগ্রীর দাম ১০-১৫ শতাংশ পর্যন্ত বেড়েছে৷ এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন ও অন্যান্য ফি কয়েক গুণ বেড়েছে। এমন পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষের সন্তানদের লেখাপড়ার অধিকার কীভাবে নিশ্চিত হবে? আমরা দেখেছি ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট প্রস্তাবনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি কলেজ এবং বেসরকারি মেডিকেল কলেজের উপরে ১৫ শতাংশ কর আরোপের প্রস্তাব করা হয়েছে। গত বছর একই ভাবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের উপরে ১৫ শতাংশ কর আরোপের প্রস্তাবনা এসেছিল পরবর্তীতে হাইকোর্টের নির্দেশনায় তা স্থগিত হয়। এর আগে ২০১০ এবং ২০১৫ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে ভ্যাট আদায়ের পায়তারা করা হলেও সাধারণ শিক্ষার্থীদের দুর্বার আন্দোলনের মধ্যদিয়ে সরকার ভ্যাট প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলো। এই বাজেটের মধ্য দিয়ে সরকার এদেশের শিক্ষার্থীদের অধিকার হরণ করেছে।”

অবিলম্বে ছাত্রস্বার্থ রক্ষা ও ছাত্র অধিকার প্রতিষ্ঠায় শিক্ষার্থী বান্ধব বাজেট প্রণয়নের দাবি জানান নের্তৃবৃন্দ।