Fri. Apr 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


২৪জুন খোলাবাজার অনলাইন ডেস্ক : সুনান বিন মাহাবুব, পটুয়াখালীঃ পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ভিড়েছে এমভি অ্যাথেনা নামের কয়লাবাহী জাহাজ। গত শুক্রবার দিনগত রাত তিনটায় জাহাজটি তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নিয়ে আসে বন্দর কর্তৃপক্ষ। শনিবার সকাল থেকে দ্রুত গতিতে চলছে কয়লা খালাস কার্যক্রম। এ কয়লা দিয়ে রাতেই একটি ইউনিটের (৬৬০ মেগাওয়াট) বিদ্যুৎ উৎপাদন শুরুর কথা ভাবছে কর্তৃপক্ষ।

পায়রা বন্দরের উপপরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান জানান, কয়লা আসার কারণে রবিবার থেকে ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুত কেন্দ্র চালুর সম্ভাবনা রয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার দিনগত রাত তিনটায় ৪১ হাজার ২০৭ মেট্রিকটন কয়লা নিয়ে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে পায়রা বন্দরের ইনার এ্যাংকোরেজে এসে পৌছায় এ জাহাজটি। শুক্রবার থেকে লাইটারের মাধ্যমে কিছু কয়লা খালাস করা হয়। গত ৫ জুন কয়লার অভাবে বিদ্যুৎ কেন্দ্রটি সম্পুর্ণভাবে বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ উৎপাদন শুরু হলে দেশে লোডশেডিং অনেকটা কমে যাবে বলে গ্রাহকরা ধারনা করছেন।