Fri. Apr 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

২৪জুন খোলাবাজার অনলাইন ডেস্ক : হাসনত তুহিন ফেনী প্রতিনিধিঃ-সহপাঠীকে মারধর সংক্রান্তে আইনের সহিত সংঘাতে জড়িত শিশুদের গ্রেফতার করেন ফেনী মডেল থানার পুলিশ। গত ২২/০৬/২০২৩ইং তারিখ সকাল অনুমান ১০.৩০ ঘটিকার সময় বাদীনির স্কুল পড়ুয়া ছেলে মবিন (১৪)কে কতিপয় কিশোর ডাক্তারপাড়াস্থ হায়দার ক্লিনিকের পাশে খালি জায়গায় মারধর করিয়া জখম করে। এই সংক্রান্তে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হইলে ভিকটিমের মা বাদীনি একটি মামলার দায়ের করেন।

উক্ত ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর পুলিশ সুপার, ফেনী মহোদয়ের দৃষ্টি আকর্ষিত হলে ঘটনা সমূহকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনা করে অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেলকে নির্দেশনা দিলে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন সহ তথ্য প্রযুক্তি ও ম্যানুয়াল সোর্সিং এর মাধ্যমে ঘটনার সাথে জড়িত আইনের সহিত সংঘাতে জড়িত শিশুদের সনাক্ত করা হয়। উর্ধ্বতন কর্তৃপক্ষের দিক নির্দেশনা শহর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ)/দৌস মোহাম্মদ এর নেতৃত্বে একটি অভিযানিক টিম ঘটনার সাথে জড়িত আইনের সহিত সংঘাতে জড়িত শিশু ১। প্রিয়ম(১৪), ২।ইফাত (১৪), ৩।শুভ (১৩), ফেনীদেরকে গ্রেফতার করে শিশু আইন-২০১৩ অনুসরণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করেন। গ্রেফতারকৃত আইনের সহিত সংঘাতে জড়িত সকল শিশু ফেনী শহরে বিভিন্ন স্কুলে ৮ম শ্রেনীতে পড়াশোনা করে। ঘটনার সাথে জড়িত অপরাপর আইনের সহিত সংঘাতে জড়িত শিশুদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।