Sat. Apr 19th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

২৫জুন খোলাবাজার অনলাইন ডেস্ক : রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংক লিমিটেড কোরবানির ঈদকে সামনে রেখে রেমিট্যান্স আয় বাড়াতে নানা উদ্যোগ গ্রহন করেছে। এরই অংশ হিসেবে ২৫ জুন রবিবার দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘রূপালী ব্যাংক রেমিট্যান্স সেবা কর্মসূচি (ঈদ আনন্দ)’ শীর্ষক ক্যাম্পেইনের চতুর্থ সপ্তাহের লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর। এ সময় ব্যবস্থাপনা পরিচালক বলেন, বৈধ চ্যানেলে রেমিট্যান্স আয় বাড়াতে রূপালী ব্যাংক প্রবাসীদের নানা সেবা দিয়ে যাচ্ছে। প্রবাসীদের পাঠানো অর্থ যেন রেমিট্যান্স উত্তোলনকারী গ্রাহক দ্রুত ও নিরাপদে পেতে পারেন সেজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন ব্যবস্থাপনা পরিচালক।
ক্যাম্পেইনটি ২৮ মে শুরু হয়েছে যা চলবে ২৭ জুন পর্যন্ত। এই সময়ে প্রবাসীরা রূপালী ব্যাংকে টাকা পাঠালেই পাচ্ছেন লটারি জেতার সুযোগ। চতুর্থ সপ্তাহে ৫ জন রেমিট্যান্স উত্তোলনকারী পুরষ্কারের জন্য নির্বাচিত হয়েছেন। লটারির প্রথম পুরস্কার হিসেবে ১টি ১শ সিসি মোটর সাইকেল পেয়েছেন ফেনীর ফাজিলপুর শাখার মো. নাছির উদ্দিন, দ্বিতীয় পুরষ্কার পুরষ্কার হিসেবে ১টি ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি পেয়েছেন ঢাকার ধানমন্ডি কর্পোরেট শাখার সৈয়দ মহসিনা খানম, তৃতীয় পুরষ্কার হিসেবে ১টি মাইক্রোওয়েভ ওভেন পেয়েছেন বগুড়ার গোসাইবাড়ী শাখার বিটল, চতুর্থ পুরষ্কার হিসেবে ১টি স্মার্টফোন পেয়েছেন কিশোরগঞ্জের পাটুয়াভাঙ্গা দরগাহ বাজার শাখার হাবিব উল্লাহ এবং পঞ্চম পুরষ্কার হিসেবে ১টি ডিনার সেট পেয়েছেন মৌলভীবাজারের কেরামতনগর শাখার হাসিব চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি তাহমিনা আখতার ও হাসান তানভীর, মহাব্যবস্থাপক মো. হারুনুর রশীদ, মো. ফয়েজ আলম, মো. ইসমাইল হোসেন শেখ ও এস. এম দিদারুল ইসলামসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তাগণ।