Thu. Apr 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

৪জুলাই খোলাবাজার অনলাইন ডেস্ক : মুহাম্মাদ তাওহিদুল ইসলাম, নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি:  পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনয়িনের ৭৫ নম্বর পশ্চিম ছোটবুইচাকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. আতিয়ার রহমান চৌধুরীর নান্নুর বিরুদ্ধে অবৈধ প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই বিদ্যালয়ের দুই তৃতীয়াংশ শিক্ষার্থী অভিভাবকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩ জুন আওয়ামীলীগ সমর্থিত ইউপি চেয়ারম্যান প্রভাব খাটিয়ে সদস্যদের জোর করে তার মনোনীত সভাপতি প্রার্থীকে প্রকাশ্য ভোট দিতে বাধ্য করান। এ সময় ইউপি চেয়ারম্যানের এমন কাজের প্রতিবাদ করায় ওই বিদ্যালয়ের জমি দাতা সদস্য হুমায়ুন হাওলাদারকে বিদ্যালয় থেকে বের করে দেন।

অভিযোগ সূত্রে আরো জানা যায়, চেয়ারম্যানের মনোনীত সভাপতি মো. আলিম মোল্লার কন্যা মালিহা আক্তার ওই বিদ্যালয় সহ উপজেলা সদরের একটি বেসরকারী (কেজি স্কুল) বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

এ বিষয়ে জানতে ইউপি চেয়ারম্যানের মুঠোফোনে কথা হলে তিনি এমন অভিযোগ অস্বীকার করে জানান, গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি হয়েছে। যাদের নাম দিয়ে অভিযোগ দেয়া হয়েছে তাদের স্বাক্ষর সঠিক নয়। কমিটি গঠনের প্রক্রিয়ায় কোন ভুল থাকলে তদন্ত করে নতুন করে কমিটি গঠন করা হবে।

এ বিষয়ে উপজেলা প্রাথমিকি শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিশ^জিৎ কর্মকার জানান, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।