Thu. Apr 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

৪জুলাই খোলাবাজার অনলাইন ডেস্ক : শিমু আক্তার : শিবপুর প্রেস ক্লাবের ২০২১-২০২৩ মেয়াদে কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার (৪ জুলাই) শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসানের সঞ্চালনায় ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন আলোচনা শেষে ক্লাবের নির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। পরে প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

এতে ভোটের মাধ্যমে ক্লাবের সদস্য কামাল হোসেন আহবায়ক নির্বাচিত হয়। আহবায়ক কমিটির অপর দুই সদস্য হলেন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান ও সাবেক সহ সভাপতি আনোয়ার হোসেন স্বপন। উক্ত আহবায়ক কমিটি আগামী তিন মাসের জন্য গঠন করা হয় এবং এই মেয়াদের মধ্যে আহবায়ক কমিটি নির্বাচনের মাধ্যমে নতুন নির্বাহী কমিটি গঠন করবে।