Fri. Apr 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
৪জুলাই খোলাবাজার অনলাইন ডেস্ক : ঝালকাঠী জেলা আইনজীবী সমিতির সাবেক  সাধারন সম্পাদক  আ স ম মোস্তফিজুর রহমান  মনু ও  মোঃ মোশারেফ  হোসেনকে শোকজ। ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত ঝালকাঠী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করেন আ স ম মোস্তফিজুর রহমান মনু। তার দায়িত্বকালীন সময় ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির বিভিন্ন ফান্ডের হিসাব নিকাশে  দুই লক্ষ তেষট্টি হাজার ছয়শত নব্বই টাকার গড়মিল পায় বর্তমান কার্যনির্বাহী কমিটি।  জেলা আইনজীবী সমিতির বর্তমান কার্যনির্বাহী কমিটির বিগত  ৪ নং সভায় টাকার গড়মিলের বিষয়টি অকপটে স্বীকার করেন অভিযুক্ত সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মনু মর্মে তাকে দেয়া কারণ দর্শনোর নোটিশে উল্লেখ করা হয়েছে। ৩ জুলাই ২৩ তারিখ সমিতির বর্তমান সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ বনি আমিন বাকলাই স্বাক্ষরিত শোকাজ নোটিশে মোস্তাফিজুর রহমান মনু দায়িত্বে থাকাকালীন  সমিতির উল্লেখিত পরিমান টাকা আত্মসাতের জন্য  আগামী ৭ দিনের মধ্যে সমিতির অফিস কক্ষে স্বশরীরে উপস্থিত হয়ে সভাপতির নিকট জবাব দেয়ার জন্য বলা হয়েছে।
এ দিকে ২০২১ ও ২০২২ সালে সমিতির সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করেন মোঃ মোশারেফ হোসেন। তার দায়িত্বকালীন সময় ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির বিভিন্ন ফান্ডের হিসাব নিকাশে এক লাখ ৫৪ হাজার  ৬৭০  টাকার গড়মিল পায় বর্তমান কার্যনির্বাহী কমিটি।  তিন জুলাই সাধারন সম্পাদক স্বাক্ষরিত এক নোটিশে আগামী ৭ দিনের মধ্যে সমিতির অফিস কক্ষে স্বশরীরে উপস্থিত হয়ে সভাপতির নিকট জবাব দেয়ার জন্য বলা হয়েছে। আইনজীবী দের নেতা হিসাবে সাধারণ সম্পাদক এর দায়িত্বে থাকা কালিন হিসাবের গড়মিলের বিষয়টি সমিতির আইনজীবীগণ লজ্জাজনক আখ্যায়িত করেছেন। নোটিশ প্রেরনের বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি জেলা আইনজীবী  সমিতির সাধারন সম্পাদক এ্যড.বনি আমিন বাকলাই।