Thu. Apr 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

৫জুলাই খোলাবাজার অনলাইন ডেস্ক : শরী‘আহ ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে ইউনিয়ন ব্যাংক লিমিটেড এর রানাভোলা উপশাখা, ঢাকা এবং দেওয়ান হাট উপশাখা, চট্টগ্রাম এর শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের প্রধান কার্যালয়, ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপশাখা ২ টি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মুক্তিযোদ্ধা মোঃ নাছির উদ্দিন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সংরক্ষিত ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর কমলা রানি মুক্তা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর নাজমুল হক ডিউক এবং বাংলাদেশ মোটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজী মোহাম্মদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং ঢকা ও চট্টগ্রামের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।