Sat. Aug 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

০৮জুলাই খোলাবাজার অনলাইন ডেস্ক : সোশ্যাল ইসলামী ব্যাংকের দিনব্যাপী অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৩ ভাচুূয়াল প্লাটফর্মে ০৮ জুলাই ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব জাফর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহাম্মদ ফোরকানুল্লাহ। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল হান্নান খান স্বাগত বক্তব্য রাখেন। ব্যাংকের বিভাগীয় প্রধানগণ এবং অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। আঞ্চলিক প্রধানগণ, দেশব্যাপী বিস্তৃত ১৭৯টি শাখার ব্যবস্থাপক এবং ২০২টি উপশাখার ইনচার্জ সহ প্রায় দুই হাজার কর্মকর্তা ভার্চুয়াল প্লাটফর্মে ব্যবসায়িক সম্মেলনে অংশ নেন। সম্মেলনে চলতি বছরের ব্যাংকের কর্ম কৌশল ও তার বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব জাফর আলম বলেন, সকলের আন্তরিক প্রচেষ্টায় সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও বৈশি^ক নানা সংকটের মধ্যেও বছরের অর্ধেক সময়ে ব্যাংকের নানা অর্জন সম্ভব হয়েছে। ব্যাংকের সেবা পণ্যের বহুমুখীকরণের মাধ্যমে গণমানুষের ব্যাংকে পরিণত করার উদ্যোগ নেয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হবে।