Wed. Jul 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

১০জুলাই খোলাবাজার অনলাইন ডেস্ক : নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীতে দুই ছাত্রদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যার বিচারের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ করেছে জেলা ছাত্রদলের পদবঞ্চিত ও বহিষ্কৃত ছাত্রদল নেতাকর্মীরা। সোমবার (১০ জুলাই) দুপুরে শহরের উপজেলা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড়ে অবস্থান নেয়।
বিক্ষোভে নিহত ছাত্রদল নেতা সাদেকুর রহমান সাদেকের বড় ভাই ও হত্যা মামলার বাদী আলতাফ হোসেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্যসচিব মাইনুদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে কয়েক শ নেতাকর্মী ও এলাকাবাসী অংশ নেয়।

বিক্ষোভে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ অন্য আসামিদের বিচারের দাবি জানানো হয়। এ সময় বিক্ষোভকারীরা খোকন এবং তাঁর স্ত্রী শিরিন সুলতানার বিরুদ্ধে স্লোগান দেয়।
খবর পেয়ে পুলিশ তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে বিক্ষোভকারী ছাত্রদল নেতাকর্মীরা কোর্ট রোড হয়ে নরসিংদী আদালত প্রাঙ্গনের গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। হত্যা মামলার সকল আসামিকে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান বিক্ষোভকারীরা।
গত ২৫ মে বিকেলে নরসিংদী জেলা বিএনপির কার্যালয় সংলগ্ন স্থানে পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীদের বিক্ষোভের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন দুই ছাত্রদল নেতা সাদেকুর রহমান সাদেক ও আশরাফুল ইসলাম।