Thu. Apr 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

১২জুলাই খোলাবাজার অনলাইন ডেস্ক : স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ঢাকা অঞ্চলের শাখা প্রধানদের অংশগ্রহণে “হাফ ইয়ারলি বিজনেস রিভিউ মিটিং-২০২৩” অনুষ্ঠিত হয়েছে। ১১ জুলাই ২০২৩ তারিখে ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের লার্নিং সেন্টারে অনুষ্ঠিত উক্ত মিটিং এ সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ হাবিবুর রহমান। সভাপতির ভাষণে জনাব রহমান সার্বিক ব্যবসায়িক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি ২০২৩ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল নির্ধারণ করেন এবং চলমান বৈশি^ক চ্যালেঞ্জ মোকাবেলায় দিক নির্দেশনা প্রদান করেন।
সভায় অন্যান্যের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ও এসবিএল শরি‘আহ্ সেক্রেটারিয়েট মোঃ মোহন মিয়া এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আলী রেজা এফসিএমএ, সিআইপিএ উপস্থিত ছিলেন।