১৯জুলাই খোলাবাজার অনলাইন ডেস্ক : ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা নতুন বাজারে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মমতাজ আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় ঐ সংঘর্ষে একজন নিহত সহ উভয় পক্ষের মোট ৫ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে ধোপাডাঙ্গা ইউনিয়নের নতুন বাজারে এ সংঘর্ষ হয়। এতে উত্তর ধোপাডাঙ্গা গ্রামের মৃত হাকীম উদ্দিনের ছেলে মমতাজ আলী ও তার পুত্রবধূ মোসলেমা বেওয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে সেখানে কর্তব্যরত চিকিৎসক মমতাজ আলীকে মৃত ঘোষণা করেন। এরআগে উক্ত বাজারের জায়গা জমি নিয়ে মমতাজ আলীর সঙ্গে তার বড় ভাই মৃত তালেব আলীর ছেলে নজরুল ইসলাম, তাজুল ইসলাম, তারা মিয়া, আমিনুল ইসলাম, আনোয়ার হোসেন, আবুল কালাম আজাদ ও আনারুলের সংঘর্ষ হয়। এতে নজরুল গং মমতাজ আলী ও তার পুত্রবধূ (বিধবা) কে মারপিট করে। এসময় উভয় পক্ষের ৫ জন আহত হয়ে বিভিন্ন স্থানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর গোপন তথ্যের ভিত্তিতে মৃত তালেব আলীর ছেলে তাজুল ইসলাম ও তাদের সহযোগী ফুল মিয়া মিস্ত্রী নামে দুজনকে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ।
ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান জানান, দীর্ঘদিন ধরে মৃত তালেব আলীর ৭ ছেলে নজরুল গং ও মমতাজ আলীর মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। কিছুদিন আগে বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা করে দেয়া হয়েছে। মমতাজ আলীর ৩ ছেলের মধ্যে ১ জন মারা গেছে। অপর ২ ছেলে অন্য জেলায় অবস্থান করছে ।
থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো ও সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।