Thu. Apr 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

২৬জুলাই খোলাবাজার অনলাইন ডেস্ক : রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংক লিমিটেডের ৮ম বিশেষ সাধারণ সভা ও ৩৭তম বার্ষিক সাধারণ সভা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জুলাই) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী ছানাউল হক। এতে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর। সরকারের প্রতিনিধি হিসেবে সভায় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব মাকছুমা আকতার বানু।

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ শফিকুল ইসলাম লস্কর, বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ হোসেন, রুখসানা হাসিন, এনডিসি, মো. আহসান কিবরিয়া সিদ্দিকি, সোয়ায়েব আহমেদ, ড. মো. ফেরদৌস আলম, স্বতন্ত্র পরিচালক মো. আলী আক্কাস ও মো. রফিকুল আলম।

এছাড়াও ব্যাংকের ডিএমডি তাহমিনা আখতার ও হাসান তানভীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ব্যাংকের জিএম ও কোম্পানি সচিব মোহাম্মদ শাহেদুর রহমানের সঞ্চালনায় ভার্চ্যুয়াল সভায় উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার অংশ নেন।