Sat. May 17th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

২৭জুলাই খোলাবাজার অনলাইন ডেস্ক : ঢাকায় মহাসমাবেশ ঘিরে দলের নেতাকর্মীদের গ্রেপ্তার অব্যাহত রয়েছে এমন অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নয়াপল্টনেই হবে বিএনপির মহাসমাবেশ।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সারাদেশের নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও গ্রেপ্তার-নির্যাতনের চিত্র তুলে ধরে রিজভী বলেন, ‘এখন পর্যন্ত পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সরকারের অনুগত আইনশৃঙ্খলা বাহিনী।’

তিনি বলেন, ‘আজকে আমাদের নেতাকর্মীদের হাত-পা ভেঙে দেওয়া হচ্ছে। হাতের কবজি কেটে নেওয়া হয়েছে। বিভিন্ন জেলায় অনেক নেতাকর্মীকে ক্ষমতাসীনরা সশস্ত্র আক্রমণ চালিয়ে হত্যা করেছে। তবুও আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছি। কোনো ধরনের সহিংসতা আমরা বিশ্বাস করি না। দমননীতি পরিহার করে বিএনপির মহাসমাবেশ কর্মসূচি সফল করার জন্য সহযোগিতা করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান রিজভী। বলেন, ‘বিনা কারণে শুধু আতঙ্ক ছড়াতে সরকার আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। এটা হলো সরকারের ব্যর্থ প্রচেষ্টা।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘নেতাকর্মীদের যত গ্রেপ্তার করবেন ততই আন্দোলন বেগবান হবে। অতএব আপনারা যাদের গ্রেপ্তার করেছেন আমি তাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করছি।’

‘আমরা শান্তিপূর্ণ সমাবেশ করব। এখানে নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শুনে যে যার মতো চলে যাবেন’-বলেন রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মো. আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ডা. মো. রফিকুল ইসলাম, নাজিমউদ্দিন আলম, খান রবিউল ইসলাম রবি প্রমুখ।

উল্লেখ্য, বৃহস্পতিবার একই দিনে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ ডাকা নিয়ে রাজধানীজুড়ে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ায় সংঘাত এড়াতে বুধবার উভয় দলকে ভেন্যু বদলানোর পরামর্শ দেয় পুলিশ। বিএনপিকে বলা হয় গোলাপবাগে মহাসমাবেশ করতে। আর আওয়ামী লীগকে পরামর্শ দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে করতে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুমতি না দেওয়ায় আওয়ামী লীগ বেছে নেয় আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলা মাঠ। ওই মাঠ পরিদর্শনও করে একটি প্রতিনিধি দল।

এর পর রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার নয়াপল্টনে মহাসমাবেশ করবে বিএনপি।’

অন্যরকম