Thu. Apr 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

২৭জুলাই খোলাবাজার অনলাইন ডেস্ক : খলিলুর রহমান খলিল, রংপুর প্রতিনিধঃ রংপুরের তারাগঞ্জে শ্যামগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অযত্নে-অবহেলায় টাঙানো অবস্থায় পাওয়া গেলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের শ্যামগঞ্জ গ্রামে অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরোজমিনে গিয়ে ওই চিত্র দেখা যায়। কোমলমতি শিশুরা যে স্থান থেকে জীবনের প্রথম শিক্ষা নেয় সে স্কুলে চরম ধৃষ্টতা রাষ্ট্রদ্রোহীতার শামিল বলে মন্তব্য করেছেন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা।
বিধি অনুযায়ী দেশের সকল সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙিয়ে রাখা বাধ্যতামূলক। কিন্তু এমন নির্দেশনা উপেক্ষা করে গুরুত্বপূর্ণ এ ছবি দুটো অবমাননাকর অবস্থায় ও অযত্ন-অবহেলায় টানিয়ে রাখার অভিযোগ উঠেছে শ্যামগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনন্ত কুমার রায়ের বিরুদ্ধে।
সরেজমিন গিয়ে দেখা যায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অফিস কক্ষে থাকলেও নেই যথাযোগ্য সম্মান ময়লা মাখা ছবি দুটি গত দুই বছর ধরে টানিয়ে রাখা হয়েছে অফিস কক্ষে।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সহকারী শিক্ষক বলেন, প্রধান শিক্ষককে প্রায় ৬/৭ মাস আগেই ছবিগুলো পরিবর্তন করার জন্য বলেছি। স্যার কেনো পরিবর্তন করেনি তা আমাদের জানা নেই।
জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনন্ত কুমার রায় বলেন, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবির অর্ডার দেয়া হয়েছে। এখনো আসে নাই ।
এদিকে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অসম্মান করার কারনে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছে রাজনৈতিক নেতৃবৃন্দ (তত্ত্ব সংগৃহী)
এ বিষয়ে রাজ্জাক হোসেন বলেন, সব প্রতিষ্ঠানের ছবিগুলো পরিবর্তন করার জন্য বলা হয়েছে উনি কেন করেননি সেটা আমার জানা নেই।