৩০জুলাই খোলাবাজার অনলাইন ডেস্ক : প্রাইম ব্যাংক জাপান ডেস্ক সম্প্রতি জাপানের বৃহৎ অনলাইন ট্রাভেল এজেন্সি অ্যাডভেঞ্চার ইনকর্পোরেশন এর সহযোগী প্রতিষ্ঠান – অ্যাডভেঞ্চার ঢাকা লি: এর সঙ্গে ‘‘প্রাইম পেরোল” চুক্তি স্বাক্ষর করেছে।
প্রাইম ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ফায়সাল রহমান, ডিএমডি নাজিম এ. চৌধুরী এবং হেড অব জাপান ডেস্ক মাহবুব মুরসালিন এর উপস্থিতিতে ব্যাংকের হেড অব কনজ্যুমার সেলস মামুর আহমেদ ও অ্যাডভেঞ্চার ঢাকা লি: এর ব্যবস্থাপনা পরিচালক শিগেইউকি হামামোতো নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এসময় উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই চুক্তির ফলে অ্যাডভেঞ্চার ঢাকা লি: এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রাইম ব্যাংকের কনজ্যুমার লোন, ক্রেডিট কার্ড এবং অন্যান্য কনজ্যুমার প্রোডাক্টে বিশেষ সেবা ও সুবিধা পাবেন।