Wed. Apr 9th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

১৫আগস্ট খোলাবাজার অনলাইন ডেস্ক :পাবনা প্মারতিনিধিঃ নবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে পাবনায় গায়েবানা নামাজ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ আগষ্ট) দুপুর সোয়া দুইটার দিকে পাবনার লষ্করপুরে দারুল আমান ট্রাষ্ট ক্যাম্পাস মাঠে এই গায়েবানা জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।

পাবনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি প্রিন্সিপাল ইকবাল হোসাইনের পরিচালনায় পাবনা ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যাপক মাওলানা আব্দুস শাকুর জানাযা নামাজে ইমামতি করেন।

এর আগে দুপুর থেকেই দলে দলে নেতাকর্মীরা দারুল আমান ট্রাষ্টের মাঠে আসতে থাকেন। কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে ক্যাম্পাস প্রাঙ্গণ। কান্নায় ভেঙে পড়ে আবেগ আপ্লুত হয়ে ওঠেন আগত মুসুল্লীরা। গায়েবানা জানাযা নামাজে অংশ নিতে নানা বয়সী মানুষের ঢল নামে।

গায়েবানা জানাযা নামাজের আগে মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর বর্ণাঢ্য জীবন নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন, পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, পাবনা সদর জামায়াতের আমীর আব্দুর রব, ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমীর যোবায়ের আহমেদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রেজাউল করিম, পাবনা পৌর জামায়াতে আমীর রকিব উদ্দিন প্রমুখ।

এর আগে মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুর ১টা ২০ মিনিটে পিরোজপুরের সাঈদী ফাউন্ডেশন এলাকায় জানাজার নামাজে ইমামতি করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বিকেল সোয়া ৩টার দিকে পিরোজপুর পৌরসভার মাছিমপুর সাঈদী ফাউন্ডেশন প্রাঙ্গণে বড় ছেলে রাফিক বিন সাঈদীর কবরের পাশে দাফন করা হয়েছে।

প্রসঙ্গত, রোববার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বুকে ব্যথাজনিত সমস্যার কারণে দেলাওয়ার হোসাইন সাঈদীকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রাত ১০টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয় সাঈদীকে। সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।