১৫আগস্ট খোলাবাজার অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, জামায়াত নেতা, সাবেক সংসদ সদস্য মরহুম হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাজা নারায়ণগঞ্জের ডিআইটি মসজিদে অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার (১৫ আগস্ট) বাদ আসর অনুষ্ঠিত জানাজার নামাজে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমির কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার।
জানাজার নামাজ পড়ান নারায়ণগঞ্জের গণ মানুষের নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমির মাওলানা মইনুদ্দিন আহমদ।
নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক মুসল্লি জানাজার নামাজে অংশ গ্রহণ করেন।