খোলাবাজার অনলাইন ডেস্ক : ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রিকশা থেকে সড়কে পড়ে গেলে কাভার্ড ভ্যান চাপায় মোজাম্মেল হক (৬৫) নামের এক কলা ব্যবসায়ী নিহত হয়।
২৭ আগষ্ট, রবিবার সকাল ১১ টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়ক রোড পান্থাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল হক একই উপজেলার বকচর গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন কলা ব্যবসায়ী।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, নিহত কলা ব্যবসায়ী ঢাকা-রংপুর মহাসড়কে অসাবধানতাবশত ব্যাটারীচালিত অটোরিকশা থেকে পড়ে যান। পড়া মাত্রই রংপুরগামী সদাগর এক্সপ্রেস এন্ড কুরিয়ার সার্ভিস নামে একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু বরণকরেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর করে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কাভার্ড ভ্যানটিও জব্দ করে থানায় আনা হয়েছে তবে চালকে আটক করা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। খুব দ্রুত চালক কে গ্রেফতার করা হবে।