Thu. Apr 10th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার অনলাইন ডেস্ক : বাংলাদেশের অলংকার জগতে বিশ্বমান, অনুপম ডিজাইন ও গ্রাহক সেবার প্রতিচ্ছবি ডায়মন্ড ওয়ার্ল্ড গুলশান শাখা এখন নতুন ঠিকানায়। গুলশান-১ এর ৬৮/১ ইউনিয়ন সেন্টার থেকে স্থান পরিবর্তন করে ডায়মন্ড ওয়ার্ল্ড এখন গুলশান-১ এরই ৫৪ আকাশ টাওয়ারে। নতুন ও পুরাতন শোরুমের মধ্যে দূরত্ব মাত্র ১০০ গজের।

মূলত গ্রাহক সেবাকে আরো ত্বরান্বিত করতে এবং জুয়েলারীর সকল কালেকশন এক ছাদের নিচে আনতেই এই আয়োজন। এত বৃহৎ পরিসরের জুয়েলারী শোরুম বাংলাদেশ এটিই প্রথম। তিনটি ফ্লোর এর সমন্বয়ে তৈরী করা হয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ড এর এই সিগনেচার শোরুম। এই শোরুমে থাকছে সকল ধরণের গোল্ড, ডায়মন্ড ও প্লাটিনাম জুয়েলারী। থাকছে স্পেশাল ব্রাইডাল কর্নার, ভি-ভিআপি কর্নার, প্রি এ্যাপোয়েন্টমেন্ট কর্নার, মেনজ কর্নার, কিডস কর্নার, অনলাইন বুকিং ও ডেলিভারী কর্নার ও কার পার্কিং সুবিধা।

তাছাড়া আকাশ টাওয়ার থেকেই পরিচালিত হবে সকল ধরণের কর্পোরেট সেবা, ওয়ান স্টপ সার্ভিস, কাস্টমার কেয়ার, গোল্ড ডিলারশীপ এর কার্যক্রম ও ম্যানেজমেন্ট সেবা। যে কোন ধরণের পরামর্শ ও অভিযোগ নিয়ে সরাসরি আলাপ করা যাবে কোম্পানির এমডি’র সাথে এই আকাশ টাওয়ারেই।