খোলাবাজার অনলাইন ডেস্ক : হাসনাত তুহিন ফেনী প্রতিনিধিঃ- গত ১৯/০৮/২৩ ইং রাত অনুমান ৯.৩০মিনিট এর সময় পূর্ব উকিলপাড়া (দাউদপোল,কাজী টাওয়ার এর পিছনে,শরীয়ত উল্লাহ ম্যানশন) হইতে আবু সাঈদ সেলিম( ৪১) এর মালিকীয় কালো রংয়ের লাল স্টীকারযুক্ত ১৫০ সিসি পালসার মোটর সাইকেল, যাহার ইঞ্জিন নং-DHXCLF9 7034, চেসিস নং-PASUA11CYOLTH54500 মূল্য অনুমান-১,৫০,০০০/-টাকা মূল্যর গাড়ি মধ্যবর্তী সময়ে অজ্ঞাতনামা চোর/চোরেরা চুরি করিয়া নিয়া যায়। এই সংক্রান্তে বাদীর এজাহারের ভিত্তিতে মামলাটি রুজু হয়।মামলা নাম্বার নং-৬৫।
থানা সূত্রে জানা যায়, মামলাটি রুজু হওয়ার পর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই/নারায়ন চন্দ্র দাশ মামলার ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনাকালে গুপ্তচর এবং স্থানীয় লোকজনদের তথ্যের ভিত্তিতে মামলার ঘটনার সহিত জড়িত মোটরসাইকেল সহ ০২ আসামি কে গ্রেফতার করা হয়।
আসামিরা হলেন, সোনাগাজী চর চান্দিয়া বজল মিয়ার বাড়ীর নুরুল করিম শিল্পীর ছেলে রাজিনুল করিম ভূঞা প্রকাশ রাজন(১৯)।অপর আসামি হলেন, ফেনীর মোটবী ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর গ্রামের মনু জমদ্দার বাড়ির আব্দুর রহিম এর ছেলে আসফাতুল ইসলাম মাহিন (২১)।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ গ্রেফতার এর বিষয় নিশ্চিত করে বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে, সংশ্লিষ্ট অফিসার, ৩০/০৮/২৩ ইং রাত ১.৩০ মিনিট এর সময় ০২ আসামি কে গ্রেফতার সহ তাদের হেফাজত হইতে চোরাই যাওয়া মোটর সাইকেলটি উদ্বার পূর্বক জব্দ করা হয়েছে।