Thu. Apr 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার অনলাইন ডেস্ক : আর বি এস পাভেল রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলা থেকে নকল রাজস্ব স্ট্যাম্পসহ ০১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর একটি অপারেশন টিম।

এসময় এক লক্ষ একত্রিশ হাজার পিচ বিভিন্ন ধরনের নকল রাজস্ব স্ট্যাম্প জব্দ করা হয়। আজ ০১ সেপ্টেম্বর শুক্রবার রাত্রী ১২ টা ৩০ মিনিটের সময় বাঘা থানাধীন বলিহার বেতীপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাব-৫ এর অধিনায়ক রিয়াজ শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত আসামি হলো- রাজশাহী বাঘা উপজেলার বলিহার বেতীপাড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে মোঃ শহিদুল ইসলাম (৪০)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি শহিদুল জানায়, তারা দীর্ঘদিন ধরে রাজশাহীর বিভিন্ন এলাকায় এ নকল রাজস্ব স্ট্যাম্প পাইকারী ও খুচরা বিক্রয় কর আসছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রতারক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।