
খোলাবাজার অনলাইন ডেস্ক : হাসনাত তুহিন ফেনী প্রতিনিধিঃ-ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বদরপুর এলাকার সিলোনীয়া নদীর পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে সাইদুল ইসলাম রায়হান (১৬) নামে নবম শ্রেণির ছাত্রটির লাশ উদ্ধার করেছে ফুলগাজী থানা পুলিশ।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে বদরপুর-কামাল্লা সড়কের বদরপুর এলাকায় স্থানীয় লোকজন তাঁর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
নিহত স্কুল ছাত্র উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের নোয়াপুর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। পরিবারের দাবি জাহিদুল ইসলাম রায়হান দীর্ঘদিন মানসিক প্রতিবন্ধী ছিলেন। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে,ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতলে পেরন করা হয়েছে।