Thu. Apr 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খোলাবাজার অনলাইন ডেস্ক : অন্তর কুমার রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে ঘরবাড়ি সহ আবাদি জমি। ভাঙন রোধে এলাকাবাসী স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।
স্থানীয় শাহআলম মিয়া জানান, ধরলা নদী ভাঙতে ভাঙতে বাড়ির কাছে এসেছে। নদী থেকে আমার বাড়ির দুরত্ব মাত্র সাত ফিট। ভাঙন ঠেকাতে না পারলে কিছুদিন পর ঘরবাড়ি ধরলার গর্ভে চলে যাবে।
চর গোরকমন্ডল ওয়ার্ডের ইউপি সদস্য আয়াজ উদ্দীন জানান, চর গোরকমন্ডল এলাকার ধরলা নদীর তিব্র ভাঙনে ইতিমধ্যে ১৫ থেকে ২০ টি পরিবার ও হাফ কিলোমিটার সড়কসহ শত-শত ফসলি জমি বিলীন হয়ে গেছে। বর্তমান হুমকির মুখে রয়েছে প্রায় ৮শত পরিবার।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী ইসমত ত্বোহা জানান, চর গোরকমন্ডল এলাকায় তিব্র ভাঙন ঠেকাতে ইতিমধ্যে ৬ হাজার জিওব্যাগ ফেলা হয়েছে। ভাঙন রোধে স্থায়ী তীর রক্ষা বাঁধ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন।