Thu. Apr 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার অনলাইন ডেস্ক : মানসম্মত বিনিয়োগ প্রদান এবং প্রদত্ত বিনিয়োগ সঠিক সময়ে পরিশোধে সচেতনতা তৈরির লক্ষ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক-এ “অ্যাসেট ডেভেলপমেন্ট ক্যাম্পেইন-২০২৩” শীর্ষক দুইমাসব্যাপী একটি বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে। ৩১ আগস্ট প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ এবং স্বাগত বক্তব্য রাখেন স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান মুহাম্মদ মিজানুল কবির। ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধানগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের আঞ্চলিক প্রধানগণ, শাখা ব্যবস্থাপকবৃন্দ ভার্চুয়ালি যুক্ত ছিলেন। সেপ্টেম্বর-অক্টোবর এই দুই মাস বিশেষ এই ক্যাম্পেইন চলবে। অনুষ্ঠানে “অ্যাসেট ডেভেলপমেন্ট ক্যাম্পেইন-২০২২”-এ যারা লক্ষ্যমাত্রা অর্জন করেছেন ও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের পুরস্কৃত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জাফর আলম বলেন, কর্মকর্তাদের বিনিয়োগ প্রদানের ক্ষেত্রে সচেতন করে তোলার লক্ষ্যেই এই ক্যাম্পেইন। তিনি বলেন, বিনিয়োগ দেয়ার সময় যথাযথভাবে যাচাই-বাছাই করতে হবে যাতে কোন বিনিয়োগই মন্দ বিনিয়োগে পরিণত না হয়। এছাড়াও শ্রেণিকৃত বিনিয়োগ থেকে আদায়ের এবং নতুন করে কোনো বিনিয়োগ যাতে খেলাপি না হয় সেদিকে বিশেষভাবে নজর দেয়ার পরামর্শ দেন তিনি।