Wed. Jul 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খোলাবাজার অনলাইন ডেস্ক : হাসনাত তুহিন ফেনী প্রতিনিধিঃ আজ ০৩/০৯/২৩ ইং তারিখ রবিবার ফেনী মডেল থানার অভিযানে ০৪/১২/২২ইং তারিখের ১৩ নং মামলার এজাহারনামী ০৩ নং পলাতক আসামি জামাল হোসেন ওরফে সবুজ(৩৫) কে বিভিন্ন তথ্য প্রযুক্তি ও ম্যানুয়াল সোর্সিং এর মাধ্যমে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন গুনবতী এলাকা হইতে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া আসামি হলেন,নোয়াখালী বেগমগঞ্জ এর পূর্ব হাজিপুর গ্রামের মৃত নুরুজ্জামান চৌধুরী ছেলে জামাল হোসেন ওরফে সবুজ।

থানা ও পুলিশ সূত্রে জানান, গ্রেফতার হওয়া আসামিকে জিজ্ঞাসাবাদে ফেনী পৌরসভাস্থ ০৮নং ওয়ার্ড উত্তর শিবপুর  বীর মুক্তিযোদ্ধা মহিন উদ্দিন এর কলোনীতে  দীর্ঘদিন যাবত ভাড়াটিয়া হিসাবে বসবাস করিয়া বিভিন্ন চুরি, ডাকাতির সহিত জড়িত ছিল। তাহার বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা রুজু হওয়ার পরপর পালাইয়া যাওয়ার সময় বর্তমান ঠিকানার উত্তর শিবপুর সাকিনস্থ বীর মুক্তিযোদ্ধা মহিন উদ্দিন এর কলোনীর সামনে প্রবেশ পথের ঝোঁপের ভিতরে ০১টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র লুকাইয়া রাখিয়া যায়। পরবর্তীতে আসামীর স্বীকারোক্তিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের সহিত আলোচনা করিয়া আসামীর দেখানো ও সনাক্ত মতে ফেনী মডেল থানাধীন পৌরসভার ০৮নং ওয়ার্ড উত্তর শিবপুর সাকিনস্থ বীর মুক্তিযোদ্ধা মহিন উদ্দিন এর কলোনীর সামনে প্রবেশ পথের বামপাশে ঝোঁপের ভিতরে লুকানো অবস্থায় একটি সাদা রংয়ের শপিং ব্যাগ প্রাপ্ত হইয়া তল্লাশি করা কালে উক্ত শপিং ব্যাগের ভিতর নীল রংয়ের পলিথিনের মধ্যে ০১টি পুরাতন লোহার তৈরী কাঠের বাটযুক্ত দেশীয় আগ্নেয়াস্ত্র, যাহার লম্বা অনুমান ৯ ইঞ্চি, বাটের লম্বা ৩ ইঞ্চি, যাহার অগ্রভাগ এবং বাটে কালো কসটেপ দ্বারা মোড়ানো উদ্ধার পূর্বক এসআই/লিজন মজুমদার জব্দ করে।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ গ্রেপ্তার বিষয় নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার হওয়া আসামির বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তাঃ এসআই/কোমল কুমার সাহা।