খোলাবাজার অনলাইন ডেস্ক : হাসনাত তুহিন ফেনী প্রতিনিধিঃ আজ ০৩/০৯/২৩ ইং তারিখ রবিবার দুপুরে গোপন সংবাদের মাধ্যমে দাগনভূঞা সহ- কারী কমিশনার( ভূমি) অভিযান পরিচালনা করেন পৃর্ব চন্দ্রপুর ইউনিয়নের আমুভূঞার হাট ৫ নং ওয়ার্ডের মোঃ ইউছুপ, মাতাঃ সেতারা বেগম এর আমুভূঞার হাট হাছানিয়া দাখিল মাদ্রাসা ৭ম শ্রেণী পড়ুয়া ২৭/০৩/২০১০ সালের জন্ম (১৩) বছরের নাবালিকা কন্যা সন্তানকে ০১/০৯/২৩ ইং তারিখে বিবাহা দেন মর্মে আইনের আওতায় আনা হয়।কাবিন ও স্থানীয় সূত্রে জানা যায়, ফেনী সদর উপজেলার এলাহিগঞ্জ এর জাগাইয় গাঁও গ্রাম এর আমীর হোসেন, মাতাঃ হোসনেয়ারা বেগম এর ছেলে মোঃ এমরান হোসেন এর সাথে গোপনে ফেনী ১০ নং ওয়ার্ড এর কাজী নূরুল আফসার এর অফিসে বিবাহ দেন।
পাত্রী প্রাপ্তবয়স্ক না হওয়ায় পাত্রপক্ষকে বাল্যবিবাহ রোধের দন্ডবিধ ২০১৭ এর ০৭ এর ০১ দ্বারায় পাত্র মোঃ এমরান হোসেন কে নগদ ৩০ হাজার টাকা ও অনাদায়ে ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়াও পাত্রীপক্ষের ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত ছেলেমেয়ে কারো বাড়িতে যাওয়াআসা করতে পারবেনা মর্মে আদেশ প্রদান করেন দাগনভূঞার সহ-কারী (ভুমি)কর্মকর্তা মেহরাজ শারবীন।
অভিযান পরিচালনা করার সময় উপস্থিত ছিলেন,০৩ নং পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ রায়হান, ০৫নং ওয়ার্ড মেম্বার মফিজুর রহমান, দাগনভূঞা থানার এসআই কল্যাণ ত্রিপুরা সহ-সঙ্গীয় ফোর্স, সাংবাদিক ও স্থানীয়রা।