Thu. Apr 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার অনলাইন ডেস্ক :  অন্তর কুমার রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাংগা ইউনিয়নের নাওডাংগা প্রমোদারঞ্জন জমিদার বাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় নাওডাংগা প্রমোদারঞ্জন জমিদার বাড়ি মহার্চনা সংঘের উদ্যোগে সকালে মঙ্গল প্রদীপ প্রজ্বলন, পবিত্র গীতা থেকে পাঠ, আহ্বানী কীর্তন ও এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

বর্ণাঢ্য শোভাযাত্রাটি সকাল ৮ ঘটিকায় (৬ই সেপ্টেম্বর ২০২৩ ইং) নাওডাংগা প্রমোদারঞ্জন জমিদার বাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে নাওডাংগা ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও নাওডাংগা প্রমোদারঞ্জন জমিদার বাড়ি মন্দির এসে সমাপ্তি ঘটে।

পরবর্তী সময় দুপুর ২:৩০ মিনিটে নাওডাংগা দোলের (চতুর্ভুজ) পাঠ মন্দির প্রাঙ্গণে হরিবাসর মন্দির নির্মাণের ভিত্তি স্থাপন করেন ১ নং নাওডাংগা ইউনিয়ন পরিষদের ০৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মজিবর রহমান বাবু।

নাওডাংগা প্রমোদারঞ্জন জমিদার বাড়ি মহার্চনা সংঘের সভাপতি সুশীল কুমার রায়ের সভাপতিত্বে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হাজারও ভক্তবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, ১নং নাওডাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামিলীগ নাওডাংগা ইউনিয়ন শাখার সভাপতি মোঃ হাছেন আলী, বাংলাদেশ আওয়ামিলীগ নাওডাংগা ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক রেজাউল ইসলাম বন্ধন, নাওডাংগা প্রমোদারঞ্জন জমিদার বাড়ি মহার্চনা সংঘের সহ-সভাপতি নরেশ চন্দ্র বর্মা, সহ-সভাপতি প্রদীপ ভট্টাচার্য, সাধারন সম্পাদক রতন চন্দ্র বর্মন, যুগ্ম সাধারন সম্পাদক রতন চন্দ্র নট্ট, কোষাধ্যক্ষ লালবাবু চন্দ্র বর্মন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নাওডাংগা ইউনিয়ন শাখার সভাপতি বিনয় চন্দ্র, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারন সম্পাদক অন্তর কুমার রায়, নাওডাংগা প্রমোদারঞ্জন জমিদার তরুন সংঘ প্রমূখ। পরে মন্দির প্রাঙ্গনে দুর-দুরান্তর থেকে আসা হাজার হাজার ভক্তের মাঝে প্রসাদ বিতরন করা হয়।