
খোলাবাজার অনলাইন ডেস্ক : ফেনী প্রতিনিধি হাসনাত তুহিনঃ আজ ০৬ আগষ্ট বুধবার সকাল ০৭ ঘটিকার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর উপপরিচালক মিজানুর রহমন শরীফ এর সার্বিক তত্ত্বাবধানে, পরিদর্শক মোঃ মোজাম্মেল হকের নেতৃত্বে একটি অভিযানিক দল ছাগলনাইয়া থানাধীন লক্ষীপুর গ্রামস্থ আসামী মোঃ ওমর ফারুক এর নিজ দখলীয় পূর্বমূখী টিনের বেড়া টিনের ছাউনিযুক্ত ০১(এক) কক্ষ বিশিষ্ট বসতঘর হইতে একটি পলি প্যাকেটের ভিতর স্কচটেপ ও টিস্যু পেপার দ্বারা মোড়ানো এ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ২০০০ (দুই হাজার) পিস যার ওজন-১৮৫(একশত পঁচাশি) গ্রাম উদ্ধারসহ একজন আসামিকে গ্রেফতার করেন।
গ্রেফতার হওয়া আসামি হলেন, ছাগলনাইয়া রাধানগর ইউনিয়নের নতুন করৈইয়া গ্রামের মোঃইলিয়াস হোসেন এর ছেলে মোঃওমর ফারুক (৪৪)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী সূত্রে আসামির পরিচয় জানা যায়।
এই সংক্রান্তে ছাগলনাইয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়, মামলা নাম্বার ০২/ তারিখ ০৬/০৯/২৩।