Wed. Oct 22nd, 2025
Advertisements

খোলাবাজার অনলাইন ডেস্ক : সোশ্যাল ইসলামী ব্যাংক এবং গ্রেস কক্স স্মার্ট হোটেল- এর মধ্যে ১৩ সেপ্টেম্বর একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। গ্রেস কক্স স্মার্ট হোটেলের ব্যবস্থাপনা পরিচালক রাশেদ মাহমুদ ও সোশ্যাল ইসলামী ব্যাংক এর মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মোঃ মনিরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এসময় অন্যান্যের মধ্যে গ্রেস কক্স স্মার্ট হোটেলের চেয়ারম্যান নিলোফার কবির, এসআইবিএল এর উপব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ ও আব্দুল হান্নান খান, কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ ওয়াহিদুজ্জামান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এই চুক্তির ফলে সোশ্যাল ইসলামী ব্যাংকের কর্মকর্তা ও তাদের পরিবার এবং কার্ডহোল্ডারবৃন্দ গ্রেস কক্স স্মার্ট হোটেল-এ সর্বোচ্চ ৫০% পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা পাবেন।