Sun. May 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার অনলাইন ডেস্ক : শিশুদের কল্পনার জগৎকে বিকশিত করার লক্ষ্যে আইএফআইসি ব্যাংক-এ কর্মরতদের সন্তানদের নিয়ে প্রতি বছরের ন্যায় অনুষ্ঠিত হয়েছে চিত্রাঙ্কন উৎসব ২০২৩। ১৫ সেপ্টেম্বর (শনিবার) পুরানা পল্টনস্থ আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয় (আইএফআইসি টাওয়ার)-এ আয়োজন করা হয় এ উৎসবের। এ বছরের অঙ্কনের প্রতিপাদ্য ছিল ‘ছুটির দিনে’।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রায় চারশতাধিক অংশগ্রহনকারী শিশুদের হাতে বই, সার্টিফিকেট, ক্রেস্ট ও অন্যান্য উপহার তুলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, উর্ধ্বত্বন কর্মকর্তাসহ ব্যাংকের কর্মীরা।
উল্লেখ্য, শিশুদের মাঝে সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে ২০১৭ সাল থেকে ব্যাংকের সকল কর্মীদের সন্তানদের নিয়ে আইএফআইসি ব্যাংক আয়োজন করে আসছে চিত্রাঙ্কন উৎসব। আর এই উৎসবে আঁকা শিশু কিশোরদের ছবি থেকে বাছাই করে তৈরী করা হয় আইএফআইসি ব্যাংকের বাৎসরিক ক্যালেন্ডার।