
অন্তর কুমার রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বারোমাসিয়া নদীর উপর নির্মিত বাঁশের সাঁকোটি ভেঙে যাওয়ার দেড় থেকে দুই মাসেও মেরামত করা হয়নি। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।
সরজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি গ্রামে ইন্তুর ঘাট নামে পরিচিত বারোমাসিয়া নদীর উপর নির্মিত বাঁশের সাঁকোটি গত দুই আড়াই মাস আগে ভেঙে যাওয়ায় সেখানকার হাজারও মানুষ ভোগান্তিতে পড়েছে।
যেকোনো জরুরী প্রয়োজনসহ স্কুল-কলেজের কোঁমলমতি শিক্ষার্থীরা ছোট একটি ডিঙ্গি নৌকায় জীবনের ঝুঁকি নিয়ে পাড়াপাড় করছেন।
স্থানীয়রা জানান, স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও এখনো সরকারিভাবে ব্রীজ নির্মানের কোন উদ্যোগ নেয়নি। যুগের পর যুগ আমরা নিজেদের উদ্যোগে বাঁশের সাঁকোটি পাড়াপাড়ের জন্য উপযোগী করি। ঝুঁকিপূর্ণ বাঁশের তৈরি সাঁকো পারাপারে আমাদের এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। আপাতত এলাকাবাসী, পাড়াপাড়ের জন্য ভাঙা বাঁশের সাঁকোটি দ্রুতভাবে মেরামতের দাবী জানান এবং সেই সাথে একটি ব্রীজের তৈরীর দাবীতে প্রশাসনের সৃদৃষ্টি কামনা করেন।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ সিব্বির আহমেদ দ্রুত সময়ের মধ্যে বাঁশের সাঁকোটি মেরামত করার আশ্বাস প্রদান করেছেন।