Thu. Apr 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

হাসনাত তুহিন ফেনী প্রতিনিধিঃ ফেনী জেলার দাগনভূঞা থানায় কর্মরত এসআই মোঃ ফরহাদ কালাম সুজন জেলার শ্রেষ্ট অফিসার ও দাগনভূঞা থানা শ্রেষ্ট নির্বাচিত হয়েছেন। গেলো মঙ্গলবার ফেনী জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে ফেনী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ ঘোষণা দেওয়া হয়। জেলার পুলিশ সুপার জাকির হাসান বিপিএম,পিপিএম (বার) দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন এর হাতে সম্মাননা ক্রেস্ট ও এসআই মোঃ ফরহাদ কালাম সুজন এর হাতে সার্টিফিকেট ও নগদ অর্থ তুলে দেন।২০২৩ এর সেপ্টম্বর মাসের অপরাধ পর্যালোচনা অনুষ্ঠানে ফেনী জেলার মধ্যে দাগনভূঞা থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) মোঃ ফরহাদ কালাম সুজন কৃতিত্বের সাথে অপরাধ দমনে সফলতা অর্জন করায় এ সম্মাননা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) দ্বীন মোহাম্মদ,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) মুহাম্মদ শাহাদাৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ আফতাব উদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা, সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) তাসলিম হুসাইন সহ সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ। সভায় জেলার অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ, মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা সমূহের তদন্তের অগ্রগতি আলোচনা করা হয়। এই সময় পুলিশ সুপার পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদন্ডের আলোকে সর্বাধিক নম্বর প্রাপ্ত হয়ে ফেনী জেলার শ্রেষ্ট এসআই মোঃ ফরহাদ কালাম সুজন ও শ্রেষ্ট থানা দাগনভূঞা থানা নির্বাচিত হয়ে সম্মাননা স্মারক হিসেবে ক্রেষ্ট ও সার্টিফিকেট গ্রহন করেন।

২৭ আগষ্ট ফেনী জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ২৪টি জিআর পরোয়ানা মূলে গ্রেফতার। ১৮ই আগষ্ট ফেনী জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ১৫টি জিআর পরোয়ানা মূলে গ্রেফতার। ২৬ আগষ্ট ১১টি সিআর সাজা পরোয়ানা মূলে ২১ বছর আত্মগোপনে থাকা আসামী গ্রেফতার। ১৯ আগষ্ট সিআর সাজা পরোয়ানা মূলে যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার। সহ সর্বমোট ৫১ টি ওয়ারেন্টের আসামি গ্রেপ্তার করার মধ্য দিয়ে এসআই মোঃ ফরহাদ কালাম সুজন শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন। আগষ্ট মাসের ফেনী জেলায় তিনিই একমাত্র এসআই যিনি জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় পুরস্কৃত হলেন।

২০১৮ সালে এসআই মোঃ ফরহাদ কালাম সুজন বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন এবং২০২১ সালে তিনি ফেনী জেলার দাগনভূঞা থানায় যোগদান করেন। যোগদানের পর থেকে দাগনভূঞা থানার অনেক জটিল মামলা বিশেষ করে ট্রাক সহ ১২ টন রড় উদ্ধার এবং চুরির মামলা রহস্য উদ্ঘাটন করে ০৬ জন আসামিকে আটক করে জেলহাজতে প্রেরণ পূর্বক চূড়ান্ত প্রতিবেদনও প্রদান করেছেন সফলতার সাথে। এই ছাড়াও ০৭ টি মোটরসাইকেল উদ্ধার সহ ০৫ জন আসামি গ্রেফতার ও আফরা হত্যা মামলার রহস্য উদ্ঘাটন সহ আসামি গ্রেফতার করেও প্রসংশা কুড়িয়েছেন তিনি।

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় এসআই মোঃ ফরহাদ কালাম সুজন বলেন,পুলিশে যোগদানের পর থেকে ন্যায়, নীতি ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছি। খাগড়াছড়ির, মানিকছড়ি থানা কর্মরত ছিলাম। বর্তমানে ফেনী জেলা পুলিশ সুপার মহোদয় ও দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ এর নির্দেশনা মোতাবেক দাগনভূঞা থানায় কাজ করায় আমি আজ স্যারদের উপস্থিতিতে পুলিশ সুপার মহোদয়ের নিকট থেকে পুরস্কার গ্রহণ করতে পেরেছি বলে অনেক আনন্দিত। আজকের এ পুরস্কার আমার আগামী দিনের পথ চলার পাথেয় হবে।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন (ওসি) জানান, এসআই মোঃ ফরহাদ কালাম সুজন তার কর্তব্য-কর্মের মাধ্যমে ইতোমধ্যে বাংলাদেশ পুলিশে নিজের যোগ্যতার প্রমাণ রাখতে সক্ষম হয়েছেন। আজকের এই পুরস্কার গ্রহণ তাকে আরো দায়িত্বশীলতার সাথে কাজ করতে অনুপ্রাণিত করবে বলে আমি বিশ্বাস করি।