
আব্দুল আউয়াল বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় তিনদিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা-২০২৩ এর দ্বিতীয় দিন ১৮ সেপ্টেম্বর বৃষ্টিস্নাত বিকেলে মেলা চত্ত্বরের মঞ্চে রুপান্তর থিয়েটার পট গান, গম্ভীরা ও গণনাটক “আখিঁর স্বপ্ন ” পরিবেশন করে।

তাদের পরিবেশনার মূল বিষয় ছিল চোখে ছানি পরা থেকে কিভাবে মানুষকে সুস্থ থাকা যায়। জনসচেতনতা মূলক পট গান, গম্ভীরা ও গণ নাটকের মাধ্যমে তুলে ধরা হয়। বাংলাদেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ‘আই ভিশন’ চালু হয়েছে। এখানে চোখের যাবতীয় চিকিৎসা বিনা মূল্যে ওষুধ ও চশমা প্রদান করে। প্রচুর দর্শক সমাগমের অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী। মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু জাফর ইজাজুল, সিনিয়র সাংবাদিক ও এনজিও সমন্বয় পরিষদ সম্পাদক এস মিজানুল ইসলাম, থিয়েটারের কর্মকর্তাবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন এনজিও সমন্বয় পরিষদের সভাপতি এটিএম মোস্তফা সরদার, সাংবাদিক রাহাদ সুমন, বেসরকারি সংস্থা রুপান্তরের বিভাগীয় সমন্বয়কারী ঝুমু কর্মকার, মাঠ সমন্বয়কারী মুঞ্জিলা মুন প্রমূখ।