Thu. Jul 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
আব্দুল আউয়াল বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় রবিবার ২৪ সেপ্টেম্বর বানারীপাড়া উপজেলা চত্বরে মৎস্য বিভাগের উপকার ভোগীদের উপকরণ এবং সমাজ সেবা কার্যালয়ের প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোঃ শাহে আলম। উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ প্রকল্পের আওতায় উপকারভোগীদের উপকরণের মধ্যে ঘরসহ দুটি করে ছাগল ও খাদ্য ২০ জনকে বিতরণ করা হয়।
একই দিন উপজেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের দেয়া ৮ টি হুইল চেয়ার প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হয়।
এসময়  উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী দেউড়ি, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোস্তফা সরদার প্রমূখ উপস্থিত ছিলেন।