মোঃ রাসেল মিয়াঃ নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদী জেলার সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি ২০২৩ ইং এস.এম.সি পর্যায়ে শিবপুর উপজেলার লাভলী ইয়াছমীন জেলার শ্রেষ্ঠ (এস.এম.সি) সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।জেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষক- শিক্ষিকা, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, ব্যাক্তি, কর্মকর্তা ও কর্মচারীদের নাম প্রকাশ করা হয়। সেখানে জেলার শ্রেষ্ঠ এস.এম.সি হিসাবে লাভলী ইয়াছমীন এর নাম ঘোষনা করা হয়।
কয়েকজন শিক্ষার্থীর অভিভাবকের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি শিক্ষামূলক কার্যক্রমে অত্যন্ত সুনামের সঙ্গে ভালো ফলাফল অর্জন করে আসছে। লাভলী ইয়াছমীন যেদিন থেকে বিদ্যালয়টিতে এস এম সি হয়েছেন তারপর থেকে উপজেলার অন্যতম একটি বিদ্যালয়ে পরিণত হয়েছে।
জেলার শ্রেষ্ঠ এস.এম.সি নির্বাচিত হওয়ায় লাভলী ইয়াছমীন কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, এই অর্জন ও সম্মান আমাকে এগিয়ে যেতে উৎসাহ ও অনুপ্রেরণা হিসাবে কাজ করবে।আমি সব সময় চেষ্টা করেছি যে কোন দায়িত্বই আমার উপর অর্পিত হোক সেটা আন্তরিকতা সাথে সম্পন্ন করার। আমি আজকিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভাপতি হিসাবে কাজ করছি। শুনে ভালো ভাগলো এই বিদ্যালয়ে সভাপতির দায়িত্ব পালনরত অবস্থায় জেলার শ্রেষ্ঠ এম.এম.সি নির্বাচিত হয়েছি।তাই প্রাথমিক শিক্ষক পদক ২০২৩ এর সাথে জড়িত সকল শিক্ষক-শিক্ষকা,সরকারি কর্মকর্তা,যাচাই-বাছাই কমিটির সভাপতি, সদস্য সচিব সদস্যসহ সকলে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।