Fri. Jul 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খলিলুর রহমান খলিল, রংপুর প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে ৪২ টি প্রাথমিক বিদ্যালয়ে একটি করে ওয়াল্টন ল্যাপটপ বিতরন করা হয়েছে। ২৫ সেপ্টম্বর (সোমবার) দুপুর সাড়ে ১২ টায় তারাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে ল্যাপটপ বিতরন করেন- রংপুর ২ আসনের এমপি আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী (ডিউক) ।
সরকারের গৃহীত পদক্ষেপের অংশ হিসাবে প্রাথমিক শিক্ষা বিভাগ কর্তৃক বরাদ্দকৃত ৪২ টি ল্যাপটপ তারাগঞ্জ উপজেলার ৪২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে এ ল্যাপটপ তুলে দেয়া হয়। পরবর্তীতে বিশেষ চাহিদা সম্পন্ন (নির্বাচিত) ৮ জন শিশুকে এ্যাসিসটিভ ডিভাইস ও হুইল চেয়ার প্রদান শেষে বরেন্দ্রর নতুন ভবন উদ্বোধন করা হয়।
তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুবেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, ভাইস বায়জিদ বোস্তামী, সাবিনা ইয়াসমিন , আওয়ামীলীগ সভাপতি আতিয়ার রহমান, আওয়ামীলীগ সেক্রেটারী হারুন অর রশিদ বাবুল , বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ৫ ইউনিয়নের চেয়ারম্যান, গণমাধ্যম কর্মী ,শিক্ষক ও শিক্ষার্থী প্রমুখ।